Friday, August 16, 2013

মুভি রিভিউঃ Donnie Brasco (1997)






মাইক নিউয়েল (Mike Newell) এর শেষ ছবি দেখেছি প্রিন্স অফ পার্সিয়া। Jake Gyllenhaal আর Gemma Arterton এর অভিনয়টার জন্যই হোক, আর অরিজিনাল প্লটের জন্যই হোক না কেন, ছবিটা খারাপ লাগে নাই, আমি বলব, বিনোদনমূলক ছবি। আরেকটা ছবি হল হ্যারি পটার সিরিজের চতুর্থ মুভিঃ গবলেট অব ফায়ার, যেটার বই আগে থেকে পড়ে ফেলার কারণে স্বভাবতই অতটা ভাল করে দেখিনি, তবে অভিনয়ের জোরে ছবিটা ভাল মার্ক পেতে পারে।


তবে নিউয়েলের সবচেয়ে ভালো লাগল যেই মুভিটা দেখে, সেটা যেকারো কাছেই ভালো লাগার মতন ছবি, অন্তত যারা মাফিয়া জনরার মুভি দেখতে ভালবাসেন। ছবির কাস্টিং এর দিকে তাকালে বোঝা যাবে, যোগ্য লোকজন খুঁজে বের করেছিলেন ভদ্রলোক।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...