Saturday, August 6, 2011

ইচ্ছে নেই


আজকে তেমন কোন কিছু লেখার ইচ্ছে নেই।
কোন কিছু বলার ইচ্ছে নেই…।
যেমনটা আছে,ঠিক তেমনটাই থাক আমার কবিতার খাতা।
সাদা, ভুলহীন নিষ্পাপ শিশুর মত।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...