বাংলা সমস্যা?

বাংলা লিখতে সমস্যা হলে, কিংবা বাংলা পড়তে সমস্যা হলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।


  • এই লিঙ্ক
  •  থেকে অভ্র বাংলা লেখার সফট্‌ওয়্যারটি ডাউনলোড করে নিন।
  • নিচের ছবির মত সফটওয়্যারটি ইন্সটল করুন।

next চাপুন 



I Accept The agreement  এ মার্ক করে next চাপুন

যে ড্রাইভে সেভ করতে চান সেটি ব্রাউজ করে সিলেক্ট করুন।যেটি দেয়া থাকবে সেটাতেও সিলেক্ট করতে পারেন। 

next চাপুন।

autometically check for update every week অপশনটিকে আনমার্ক করে নিন। next  চাপুন।

Install এ প্রেস করুন।


  • এখান থেকে বাংলা ফন্ট নামিয়ে নিন।
  • ফন্ট এর ফাইলগুলোতে রাইট মাউস ক্লিক করে install অপশন্টিতে ক্লিক করুন।
  • ফায়ারফক্স এর জন্যঃ

             অপশন এ যান। সেখান থেকে Content ট্যাবে ক্লিক করুন।

             default font এ Times new roman এর জায়গায় বাংলা ফন্ট (উদাহরণস্বরূপ Siyam Rupali) সিলেক্ট করুন।

             Advance এ ক্লিক করুন।
             Allow pages to choose their own font, instead of my selection above এ মার্ক করুন।

  • গুগল ক্রোম এর জন্যঃ
            Settings থেকে Under the hood অপশন এ সিলেক্ট করুন।
            web content এর পাশে font size লেখা আছে। তার ডান পাশে থাকা Customize fonts এ সিলেক্ট করুন।
            সব font bar গুলোতে বাংলা ফন্ট সিলেক্ট করুন।


  



ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...