Sunday, May 23, 2010

বাংলাদেশের ছাত্ররাজনীতিঃনতুন প্রজন্মের ভাবনা

বাংলাদেশের ছাত্ররাজনীতি, বলা যায় দীর্ঘ পথ পরিক্রমা পাড়ি দিয়ে এমন এক সময়ে এসে উপস্থিত হয়েছে, যেখানে এসে এ বিষয়ে যেমন গর্ব করা যায়, তেমনি বর্তমান প্রেক্ষাপটে এর বিভিন্ন দিকের যুগোপযোগী পরিবর্তন নিয়ে চিন্তা করাটাও আবশ্যক।ভাষা আন্দোলন থেকে শুরু করে একাত্তরের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত আমাদের দেশের ছাত্র রাজনীতি যে কতটা ভূমিকা রেখেছে, তা বলা বাহুল্য। আমাদের মত নতুন প্রজন্মের ছেলেমেয়েরা এই বিষয়ে গর্ববোধ করতেই পারে


কিন্তু এখনকার দিনে একটি প্রশ্ন আমাদের সকলের মনে আসাটা আবশ্যক হয়ে দাড়িয়েছে, ' বর্তমান যুগে আমাদের ছাত্ররাজনীতি কতটা আধুনিক?"
। আমরা সকলেই জানি, এই মুহুর্তে ছাত্ররাজনীতি অনেকটা 'ছাত্রসন্ত্রাস' -এ পরিণত হয়েছে, যেখান থেকে আমাদের অবশ্যই উত্তরণ ঘটাতে হবে। কালের আবর্তনে ছাত্ররাজনীতি মূলত রাজনৈতিক দলের বিশৃংখলা সৃষ্টির হাতিয়ার হয়ে দাড়িয়েছে, যা কখনই একটি সুষ্ঠ সুশৃংখল শিক্ষাঙন গড়ে তুলতে পারে না

কাজেই, প্রথমত, আমাদের রাজনৈতিক দলগুলোর মাঝে এই বোধদয় আনতে হবে যে তাদের সৃষ্ট এই ধারা না ভাঙলে তাদের দলগুলো ভবিষ্যতে কোন নেতৃত্ব আনতে পারবে না, যারা দলের প্রয়োজনে দলকে নেতৃত্ব দিতে পারবে
।আর নেতৃত্ব না দিতে পারলে তাদেরই ক্ষতি, উপরন্তু দেশ আরেক সঙ্কটের মধ্যে পড়বে

দ্বিতীয়ত, শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে রাজনৈতিক জ্ঞান-ভিত্তিক শিক্ষার ব্যবস্থা করতে হবে
। উচ্চ-মাধ্যমিক স্তর থেকেই এই বিষয়ে কেবল পাঠ্যপুস্তক নয়,ছাত্রদের নিয়মিত দায়িত্বশীল কার্যাবলী পরিচালনার দায়িত্বভার দিতে হবে

তৃতীয়ত, আমাদের নতুন প্রজন্মের কাছে রাজনীতি সম্পর্কিত সকল প্রকার ভুল ধারণার অবসান ঘটাতে হবে
। আমরা জানতে চাই দেশের গৌরবময় রাজনীতির কথা, কাদা-ছোড়াছুড়ি নয়

চতুর্থত, আমাদের দেশে হাজারো মানুষের নেতৃত্ব দেবার গুণ আছে
। দুঃখের বিষয়, তারা সঠিক দিক নির্দেশনা পান না। যার দরুণ সঠিক আদর্শে দীক্ষিত অবিসংবাদিত নেতার অভাব পরিলক্ষিত হচ্ছে। দেশের বড় বড় রাজনৈতিক দল গুলো এ বিষয়ে মনোযোগী হওয়া উচিত

এই বিষয়ে আরো অনেক বক্তব্য দেয়া যেতে পারে
। সময় সুযোগ অনুযায়ী আমি সেগুলো প্রকাশ করার আন্তরিক চেষ্টা করব।সকলকে ধন্যবাদ



No comments:

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...