Friday, August 16, 2013

মুভি রিভিউঃ Donnie Brasco (1997)






মাইক নিউয়েল (Mike Newell) এর শেষ ছবি দেখেছি প্রিন্স অফ পার্সিয়া। Jake Gyllenhaal আর Gemma Arterton এর অভিনয়টার জন্যই হোক, আর অরিজিনাল প্লটের জন্যই হোক না কেন, ছবিটা খারাপ লাগে নাই, আমি বলব, বিনোদনমূলক ছবি। আরেকটা ছবি হল হ্যারি পটার সিরিজের চতুর্থ মুভিঃ গবলেট অব ফায়ার, যেটার বই আগে থেকে পড়ে ফেলার কারণে স্বভাবতই অতটা ভাল করে দেখিনি, তবে অভিনয়ের জোরে ছবিটা ভাল মার্ক পেতে পারে।


তবে নিউয়েলের সবচেয়ে ভালো লাগল যেই মুভিটা দেখে, সেটা যেকারো কাছেই ভালো লাগার মতন ছবি, অন্তত যারা মাফিয়া জনরার মুভি দেখতে ভালবাসেন। ছবির কাস্টিং এর দিকে তাকালে বোঝা যাবে, যোগ্য লোকজন খুঁজে বের করেছিলেন ভদ্রলোক।




জনি ডেপ, ছবির নায়ক, যার অভিনয় যতটা না দৃঢ়প্রত্যয়ী, তার চেয়ে বেশি বাস্তব। একজন এফবিআই আন্ডারকভার এজেন্টের জীবন কতটা অনিশ্চয়তার, কতটা দ্বন্দের, কতটা বৈচিত্রময় হতে পারে, কিংবা তার জীবনের প্রাপ্তিগুলো কতটা তাকে, তার পরিবারকে শান্তি এনে দিতে পারে (নাকি বিপরীত?) এসব প্রশ্ন ছবি দেখার সময় আপনার মনের মধ্যে আসতেই পারে। Joseph D. 'Joe' Pistone এর কনফিউজিং মোমেন্টগুলোই ছবির ড্রামাটিক পিক পয়েন্ট ( জাপানী রেস্টুরেন্টের কথাই ধরুন), আর জনি ডেপ সেগুলোতে অভিনয় করেছেন যোগ্যভাবেই।

আল পাচিনো- স্কারফেসের টনি মন্টানা কিংবা গডফাদারের মাইকেল কারলিওনি, সবটাতেই অভিনয়টাকে করেছেন হাতের মোয়া। নিজের রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকেই অভিনয় করেন, কাজেই অভিনয় দেখলে মনে হবে না তিনি বিন্দুমাত্র ভেবে অভিনয় করেন। গাল দিলে সে গাল আপনার গায়ে এসেও লাগবে...

এই ছবিতে আল পাচিনোর অভিনয় একজন মাফিয়া হিটম্যান, যে কিনা তার ভাগ্যের কারণেই হোক, আর শো-অফের অভাবেই হোক, অপরাধজগতে খুব একটা নাম কামাতে পারেনি। তার কথা-বার্তা, গাড়ি বন্ধ করে ইটকলের মত সিগারেট খাওয়া আর জনি ডেপের সাথে তার কথপোকথন, অপরাধ জগতের টানাপোড়েন সবকিছু 'লেফটি' করেছেন তার মতন করে। গডফাদারের চরিত্রের সাথে মিল খুঁজতে যাবেন না আবার! পরিবেশ এক হলেও চরিত্র আলাদা।




বা থেকে, জেমস রুসো, আল পাচিনো, মাইকেল ম্যাডসেন,
 ব্রুনো কিরবাই এবং জনি ডেপ।
মাইকেল ম্যাডসেন- ভদ্রলোকের অভিনয় দেখে বোঝা যাবে যে এর পড়ে তিনি কি করতে যাচ্ছেন (মাফিয়া বস সানি ব্ল্যাকের ভূমিকাটাই হয়ত এমন ছিল)। তবে অভিনয় ভালো লেগেছে। এর বেশি ওনার করার ছিল না।

নায়িকার ভূমিকাটা ছিল Anne Heche -এর। অভিনয় মোটামুটি। আরেকটু ভাল হলে জনি ডেপের চরিত্রটি আরো ভালো ভিত্তি পেত বোধকরি। ব্রুনো কিরবাই(নিকি), জেমস রুসো( পওলি), রবার্ট মিয়ানো (সানি রেড) নিউয়েলকে চমৎকার সাহায্য করেছেন প্লটটাকে ফুটিয়ে তুলতে। 




ভায়োলেন্স না থাকলে ছবিটা ম্যাড়মেড়ে লাগত। তাই ছবির শেষভাগে রগরগে ভায়োলেন্স দেখানো হয়েছে।হালকা রোমান্স, সেক্স,হিটম্যানের দৈনন্দিন জীবন, এগুলো কাহিনীর প্রয়োজনে দেখানো হয়েছে কাহিনীর মতন, বিশেষ কোন দৃশ্য জোর করে চিত্রায়ন করা হয় নি। ডায়লগ প্রাণবন্ত; গালাগালি-খিস্তিখেউড়, আবেগ-অভিমানের ছড়াছড়ি ছিল। জো পিস্টোনের সাথে মাফিয়া জগতের গলি ঘুপচিগুলো চিনবেন লেফটির ডায়লগে। বাকিদেরটা বিশেষ কিছু নয়, তবে পাশ মার্কের চেয়ে ভালো পাবে সবাই। ছবির উল্লেখযোগ্য ডায়লগ ক্যোট করতে গেলে আমি করব জনি ডেপের 'গেট অভার উইথ' সিনের ডায়লগগুলো।


FBI Technician: What's forget about it?
Donnie Brasco: Forget about it is like if you agree with someone, you know, like Raquel Welch is one great piece of ass, forget about it. But then, if you disagree, like A Lincoln is better than a Cadillac? Forget about it! you know? But then, it's also like if something's the greatest thing in the world, like mingia those peppers, forget about it. But it's also like saying Go to hell! too. Like, you know, like "Hey Paulie, you got a one inch pecker?" and Paulie says "Forget about it!"

Sometimes it just means forget about it.

শেষ করি একই ডায়লগ দিয়ে, "Donny Brasco" is a good movie.
"Forget about it!"



এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যাবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

No comments:

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...