ছবি দুইটি সাধারণ কোন মানুষের আঁকা ছবি বলে ভাবছেন? হতে পারলে বেশ হতো। কিন্তু ছবি দুটো আঁকা শিল্পী LSD খেয়ে ছবিগুলো এঁকেছেন!!!
LSD (Lysergic acid diethylamide)
এক প্রকার নেশাজাতীয় দ্রব্য যা খেলে মানুষের দেহে নানা রকম মানসিক পরিবর্তন ও সময়-কাল-স্থান-পাত্র সম্পর্কে অসচেতনতা হ্রাস পায়। এটি মানুষের স্থায়ী মানসিক ক্ষতিসাধন করতে পারে। Albert Hofmann ১৯৩৩ সালে এটি আবিষ্কার করেন। LSD নিয়ে প্রবর্তীকালে অনেক গবেষণা হয়। তবে সবচাইতে বিচিত্র গবেষণা হয় এর মানসিক চিন্তাধারার পরিবর্তন, ও প্রভাব নিয়ে।
১৯৫০ সালে যুক্তরাষ্ট্রে একজন আঁকিয়েকে নিয়ে একটি গবেষণা হয়। তাকে একটি রুমে LSD খাইয়ে রেখে দেয়া হয়। সাথে দেয়া হয় একগাদা ক্রেয়ন আর পেনসিল দেয়া হয়।
মোট নয়টি ছবি এঁকেছিলেন ওই চিত্রশিল্পী। সেগুলো দেখে আর বিস্তারিত জানতে নিচের লিংকে ক্লিক করুন।
http://analogik.com/multimedia/flash/acid_trip.exe
শুভরাত্রি!