পৃথিবীর উপরে থেকে নিচ পর্যন্ত কি আছে?
ছোটবেলায় শুনতাম পৃথিবীর এক মাথায় মাটিতে গর্ত খুড়লে অন্য মাথা দিয়ে বের হওয়া যাবে। এটা নিয়ে তখন অনেক চিন্তা করেছি ঠিকই, স্যারকে প্রশ্ন করে স্যারদের ঝাড়িও খেয়েছি। আসলে মাটির নিচে কি আছে, কিংবা পুরো আকাশ জুড়ে মেঘের খেলা নিয়ে অনেক কৌতুহল ছিল।
প্রযুক্তির কল্যাণে মোটামুটি আকাশ-পাতাল সম্পর্কে আমাদের জ্ঞান দিন দিন বেড়েই চলেছে। কাজেই উপরের ছবির মতন বিস্তারিত ছবি ইন্টারনেট ঘেটে বের করাটা কঠিন বলে মনে হল না। ছবিটিতে ৩৫০০০ ফুট উপর থেকে ৩৫০০০ ফুট নিচ পর্যন্ত কি কোথায় কি অবস্থায় আছে তার একটা ছোট্টখাট্ট বিবরণ দেয়া আছে। ভাল লাগবে আশ করি।
আজকের মতন এ পর্যন্তই।
ছোটবেলায় শুনতাম পৃথিবীর এক মাথায় মাটিতে গর্ত খুড়লে অন্য মাথা দিয়ে বের হওয়া যাবে। এটা নিয়ে তখন অনেক চিন্তা করেছি ঠিকই, স্যারকে প্রশ্ন করে স্যারদের ঝাড়িও খেয়েছি। আসলে মাটির নিচে কি আছে, কিংবা পুরো আকাশ জুড়ে মেঘের খেলা নিয়ে অনেক কৌতুহল ছিল।
our amazing planet থেকে সংগৃহীত। |
প্রযুক্তির কল্যাণে মোটামুটি আকাশ-পাতাল সম্পর্কে আমাদের জ্ঞান দিন দিন বেড়েই চলেছে। কাজেই উপরের ছবির মতন বিস্তারিত ছবি ইন্টারনেট ঘেটে বের করাটা কঠিন বলে মনে হল না। ছবিটিতে ৩৫০০০ ফুট উপর থেকে ৩৫০০০ ফুট নিচ পর্যন্ত কি কোথায় কি অবস্থায় আছে তার একটা ছোট্টখাট্ট বিবরণ দেয়া আছে। ভাল লাগবে আশ করি।
আজকের মতন এ পর্যন্তই।