যদি আপনার হাতে কিংবা পকেটে একটা ডুয়েল কোর কম্পিউটার থাকে , তাহলে কেমন হত?
নরওয়েভিত্তিক কম্পানি FXI Technologies একটা ইউএসবি সাইজের একটা কম্পিউটার প্রোটোটাইপ বানিয়েছে, যার নাম 'কটন ক্যান্ডি' , সোজা বাংলায় যাকে বলে হাওয়াই মিঠাই । ছোট্ট এই ডিভাইসে আছে এন্ড্রয়েড ওএস, যার কারণে এটাকে যেকোন ডিভাইস, উদাহরণস্বরূপ আপনার ঘরে রাখা ব্রাভিয়া টিভিতে লাগিয়ে দিলেই হবে, আপনার টিভিটা হয়ে যাবে এন্ড্রয়েডচালিত কম্পিউটার।এমনকি আইফোনে এটি ব্যবহার করে এন্ড্রয়েড ওএস চালানো যাবে!এটি ওয়াই-ফাই সাপোর্ট করে, কাজেই আপনার আইপ্যাডে মাউস-কিবোর্ড ব্যবহার করাও সমস্যা হবে না । ভাবুনতো, আপনার আজকে হাতের কাছে ল্যাপটপ্টা দরকার, কিন্তু ল্যাপটপে চার্জ নেই, তখন কি করবেন? সোজা যেকোন জায়গার টিভিতে বা মনিটরে লাগিয়ে কাজ শুরু করে দিন, কানেক্টিভিটি FULLY LOADED!
স্যামসাং এর Exynos ARM CPU (যেটা গ্যালাক্সি এস ২ এর ভেতরেও পাওয়া যাবে) চালিত এই কম্পিঊটার আপনাকে 1080p এ ছবি দেখার সুযোগ করে দেবে, সাথে HDMI পোর্ট, ওয়াই-ফাই এমনকি মেমোরি কার্ডেরও সুবিধা আছে এতে.
খবরটা এন্ড্রয়েডের জন্যই সুখবর নয়, লিনাক্স ভিত্তিক ওএস গুলোর জন্য খুশির খবর। এটি বাজারে ছাড়লে হাতের মুঠোয় কম্পিউটার ব্যবহার করা কঠিন হবে না। যদিও এখন স্মার্টফোন গুলোর সুবিধার চেয়ে এর সুবিধাগুলো অনেক কম, তা সত্ত্বেও এর আবিষ্কার কম খরচে কম্পিঊটার ব্যবহারের সুযোগ আরো বাড়িয়ে দিল।
কনফিগারেশনঃ
- Quad Core ARM® Mali™-400MP Graphics Processing Unit– Quad-core ARM Mali-400MP 720p / 1080p OpenGL ES v2.0
– 30M Polygons, 1.2 GPixels / s - ARM® Cortex™-A9@1.2GHz– NEON extensions
– TrustZone extensions - ConnectivityWifi 802.11 b/g/n
Bluetooth 2.1 + EDR - Memory
1GB DRAM
Up to 64GB memory local storage (microSD) - Software– Android
– Ubuntu
– Virtualization client for Windows, Linux, Mac, embedded
- Video / Audio / Media Support– 480p/720p/1080p decode of MPEG4-SP/H.263/H.264 AVC/MPEG-2/VC1
– MP3, AAC, AAC+, Real Audio
– JPG, GIF, BMP, PNG
– Additional video, audio and image formats can be supported through 3rd party codecs - Connectors– USB 2.0 male form factor for power and connection to devices that supports USB mass storage
– HDMI 2.1 with audio for connection to devices that does not support USB mass storage