Friday, November 25, 2011

গুগল এর ভূগোল !

পনি কি জানেন প্রতি চারজন ছাত্রের মধ্যে তিনজন গুগল থেকে নিজের প্রয়োজনীয় সঠিক তথ্য যাচাই করে বের করতে পারে না?

যখন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্ট করার জন্য গুগলে হন্যে হয়ে সার্চ করেন, তখন সঠিক জায়গায় সার্চ করছেন কিনা, সেটা নিয়ে অনেক সময় দ্বিধায় পড়তে হয়। সঠিক তথ্য সঠিক সময়ে সুনির্দিষ্ট যাচাই-বাছাই করে যোগ করতে পারলেই কিন্তু আপনার কাজটি সুন্দর ও সার্থক হবে।আজকে এই সম্পর্কে কিছু তথ্য ও ট্রিকস্‌ দেব।

কেস ১:

আপনি কি চানঃ   প্রথম আলো 'শিক্ষায় নারীর অংশগ্রহন বেড়েছে' শিরোনামে ২০১০ থেকে ২০১১ সালের মধ্যে একটি প্রবন্ধ লিখেছে কিন্তু এই সার্চের সময় প্রথম আলোয় গার্মেন্টস্‌ এ নারীর অংশগ্রহণ নিয়ে লেখা কোন কিছু আপনি চান না।

গুগলকে কি বলবেন?

site:prothom-alo.com  ~নারীশিক্ষা "শিক্ষায় নারীর অংশগ্রহন বেড়েছে" -গার্মেন্টস্‌ এ নারীর অংশগ্রহণ 2010..2011

  • গুগল site:prothom-alo.com দিয়ে আপনি কোন সাইটে যেতে চাচ্ছেন সেটা বুঝে নেবে
  • ~নারীশিক্ষা সম্পর্কিত সকল তথ্য যাচাই-বাছাই করবে।
  •   "শিক্ষায় নারীর অংশগ্রহন বেড়েছে"  কথাটি সঠিকভাবে কোথায় আছে খুঁজে দেখবে।
  •  -গার্মেন্টস্‌ এ নারীর অংশগ্রহণ কথাটি সার্চ থেকে বাদ দিয়ে খুঁজে বের করবে।
  • 2010..2011 সালের মধ্যে প্রথম আলোর সমস্ত ডাটাকেই খুঁজবে, আগের কিংবা পরের গুলো ঘেটে দেখবে না।

কেস ২:

আপনি কি চানঃ  সোলার প্যানেলের উপকারীতা এবং খরচ সম্পর্কিত একটা রিপোর্ট, যেটা কিনা পিডিএফ  ফাইল আকারে আছে।

গুগলকে কি বলবেন?

গুগল কে প্রশ্ন করবেন না! স্বাভাবিক ভাবে ভাবুন, এর উত্তর কেমন হতে পারে। আপনি যদি প্রশ্ন করেন , "সোলার প্যানেল লাগাতে খরচ কেমুন...?" তাহলে উত্তর পাবেন ঠিকই, কিন্তু যেটা চাচ্ছেন, তার ধারেকাছেও যেতে পারবেন না। লিখুন এই ভাবেঃ

filetype:pdf solar panel intitle:cost and *advantages
  •  filetype:pdf দিয়ে আপনি আপনার যেরকম ফাইল লাগবে, সেটা গুগলকে বলে দিলেন।
  •  solar panel সম্পর্কে জানতে চাচ্ছেন, তাই সেটা লিখে দিলেন।
  • intitle:cost and *advantages লিখে আপনার শিরোনাম/টপিকস্‌ সম্পর্কে সার্চ করতে বললেন। * দিয়ে সুবিধাগুলো সম্পর্কে যা যা আছে, সব কিছু বিস্তারিত জানায় এমন ওয়েবসাইটগুলোকেও কল করলেন।  

কেস ৩:

আপনি কি চানঃ  গুগল স্কলার এ ফুরিয়ার সিরিজ সম্পর্কিত ডঃ ক এর পেপার।

গুগলকে কি বলবেন?

author: ক Fourier Series "tp Buzz"

  •  author: ক দিয়ে ডঃ ক এর নামটা লিখে দিলেন
  •   Fourier Series হল আপনার টপিকের নাম
  •   "tp Buzz" যদি দঃ ক এর কোন স্বাক্ষর, initials থাকে তবে সেটাও উল্লেখ করলেন।
 


 আরো কিছু ট্রিকস কাজে লাগে গুগল এ, যেমনঃ
  1. define: লিখে তার পাশে যেটা সম্পর্কে জানতে চাচ্ছেন, সেটা লিখে দিন, এর সঙ্গা, বা অভিধানে লেখা অর্থ বেরিয়ে আসবে।
  2. কোন কিছু যোগ-বিয়োগ,গুণ-ভাগ করতে চাইলে সার্চ বক্সে লিখে সার্চ দিন, ফলাফল বের হয়ে আসবে।
  3. কোন জিনিষের পরিমাপকে convert করবেন? ধরুন, ১০০ কি.মি। কে মিটারে নিতে চান। লিখুনঃ
100 kilometer in meter

এগুলো ছাড়াও গুগল আরো অনেক কাজে ব্যবহার করা যায়। এগুলো ট্রাই মারুন, আমি ফ্রিজের কিছু খাবার শিকারে চললাম...:) .

এই লেখার সর্বস্বত্ব লেখকের ।এই লেখা লেখকের অনুমতি ব্যাতীত প্রকাশ,মুদ্রণ,অনুলিখন কিংবা কোন রচনায় প্রকাশ করিলে লেখক আইনানুগ ব্যবস্থা নিতে বাধিত হইবেন।লেখকের মৃত্যুর পর লেখাগুলির সর্বস্বত্ব লেখকের পরিবারের।

ঘুমনামা

মাঝে মাঝে মনে হয় আমি একা বসে আছি। একটা খালি মাঠের এক কোনে, বিলের পাশের নিচু ঢালে। শুয়েও পড়তে পারি, যদি ইচ্ছে হয়। তারপর কি করব জানি না। আমি অ...